×

খেলা

নিজ বাড়ির পথে গণসংবর্ধনায় ভাসছে সাফজয়ী বাঘিনীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১০:১২ পিএম

নিজ বাড়ির পথে গণসংবর্ধনায় ভাসছে সাফজয়ী বাঘিনীরা

নিজ বাড়ির পথে গণসংবর্ধনায় ভাসছে সাফজয়ী কলসিন্দুরের সানজিদা, মারিয়ারা। ছবি: ভোরের কাগজ

নিজ বাড়ির পথে গণসংবর্ধনায় ভাসছে সাফজয়ী বাঘিনীরা

নিজ বাড়ির পথে গণসংবর্ধনায় ভাসছে সাফজয়ী কলসিন্দুরের সানজিদা, মারিয়ারা। ছবি: ভোরের কাগজ

নিজ বাড়ির পথে গণসংবর্ধনায় ভাসছে সাফজয়ী বাঘিনীরা

নিজ বাড়ির পথে গণসংবর্ধনায় ভাসছে সাফজয়ী কলসিন্দুরের সানজিদা, মারিয়ারা। ছবি: ভোরের কাগজ

নিজ বাড়ির পথে গণসংবর্ধনায় ভাসছে সাফজয়ী বাঘিনীরা

নিজ বাড়ির পথে গণসংবর্ধনায় ভাসছে সাফজয়ী কলসিন্দুরের সানজিদা, মারিয়ারা। ছবি: ভোরের কাগজ

ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা পরিষদ চত্বরে সাফ জয়ী (কলসিন্দুরের) ৮ জন কৃতি ফুটবল কন্যাদের এক ঝাঁক ঝমক পূর্ণ গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রথমে ফুটবল কন্যাদেরকে গানের সুরে নিত্যের মাধ্যমে স্বাগত জানিয় মুক্তমঞ্ছে আসনগ্রহণ করানো হয়। পরে কৃতি ফুটবল কন্যা সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, মার্জিয়া আক্তার, তহুরা খাতুন, সাজেদা আক্তার প্রত্যেককে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নিয়ে, প্রত্যেকের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

[caption id="attachment_372240" align="alignnone" width="1390"] নিজ বাড়ির পথে গণসংবর্ধনায় ভাসছে সাফজয়ী কলসিন্দুরের সানজিদা, মারিয়ারা। ছবি: ভোরের কাগজ[/caption]

এখানে আটজন খেলোয়াড়কে মোট চার লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। এই সংবর্ধনা মঞ্চে ধোবাউড়া অফিসার্স ক্লাব এবং ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এই গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডা বার্গ বন লিন্ডে।

তিনিও এই কৃতি ফুটবল কন্যাদের প্রতি স্থানীয়দের ভালোবাসা দেখে আনন্দিত হয়েছেন। এই অনুষ্ঠানে ফুটবল কন্যাদের প্রাথমিক বিদ্যালয় থেকে যিনি প্রথম কোচের দায়িত্ব পালন করে নানান প্রতিকূলতার সাথে যুদ্ধ করে তাদেরকে ঘরে তুলেছেন বর্তমান রনসিংহপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন ও বর্তমান কোচ মোঃ জুয়েল মিয়াকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত কলসিন্দুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মালা রাণী সরকার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রাণী শিল ও প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

এই গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে মেয়েদেরকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতের খাবারের ব্যাবস্থা করা হয়। পরে মেয়েরা তাদের পরিবারের কাছে চলে যান। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার ফুটবল ফেডারেশন কার্যালয় থেকে সড়ক পথে সাফজয়ী ফুটবল কন্যারা নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর থেকেই, পথে বিভিন্ন স্থানে বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের কাছ থেকে সংবর্ধনায় ভাসছে সাফ জয়ী (কলসিন্দুরের) ফুটবল কন্যারা।

[caption id="attachment_372241" align="alignnone" width="1388"] নিজ বাড়ির পথে গণসংবর্ধনায় ভাসছে সাফজয়ী কলসিন্দুরের সানজিদা, মারিয়ারা। ছবি: ভোরের কাগজ[/caption]

সড়ক পথে ভালুকা ও ত্রিশাল উপজেলায় সংবর্ধনা গ্রহণ করে ময়মনসিংহে আসেন মেয়েরা। এরপর ময়মনসিংহ সদরে সিবিএমসিবি হাসপাতালের সামনে থেকে ছাদ খোলা গাড়িতে করে ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয় তাদেরকে। সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে সংবর্ধনা গ্রহণের পর ধোবাউড়া উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেয় ফুটবল কন্যারা। রাস্তায় হালুয়াঘাট জয়িতা মার্কেট নামক স্থানে ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এর পক্ষ থেকেও গণসংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া আগামীকাল (শনিবার) দুপুরে সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে নিতাই নদীর কুল ঘেষে অবস্থিত কলসিন্দুর স্কুল এন্ড কলেজে তাদের জন্য গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। যে প্রতিষ্ঠান থেকে তাদের ফুটবল খেলা শুরু হয়েছিলো আজ থেকে প্রায় একযুগ আগে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App