×

জাতীয়

চার পদক্ষেপে দেয়া যায় সাইবার নিরাপত্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০ পিএম

চার পদক্ষেপে দেয়া যায় সাইবার নিরাপত্তা

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি আয়োজিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর কর্মসূচি ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত

চারটি পদক্ষেপে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায়। এগুলো হলো- মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সফটওয়্যার আপডেট করা এবং ফিশিং চেনা ও রিপোর্ট করা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি আয়োজিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

অক্টোবর মাসের কর্মসূচি: জাতীয় পর্যায়ে কর্মসূচির মধ্যে রয়েছে-

  • মাসব্যাপী সারা দেশে এসএমএস ক্যাম্পেইন।
  • ৬৪ জেলা থেকে শতাধিক তরুণ-তরুণীকে ঢাকায় যুব কর্মশালার আয়োজন।
  • সাইবার সুরক্ষা বিষয়ক আলোচনা সভা।
  • প্রতি সপ্তাহে বিশিষ্টজনদের নিয়ে বিষয়ভিত্তিক ওয়েবিনার।
  • ডিজিটাল পোস্টার ডিজাইন প্রতিযোগিতা।
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসব্যাপী ক্যাম্পেইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App