×

জাতীয়

হাসপাতালে আরও ৫০৬ ডেঙ্গু রোগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৫ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই সময়ে আরও ৫০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে এক হাজার ৮৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৪৩২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৯২৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এ নিয়ে দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫২ জনে। চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে ৫৫ জন মারা গেছেন। এর মধ্যে ২৭ জন ঢাকার, ১৮ জন কক্সবাজারের, চারজন বরিশালের এবং ছয়জন চট্টগ্রামের বাসিন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App