×

মুক্তচিন্তা

ভুল সংশোধনে বিড়ম্বনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:১৯ এএম

ভুল সংশোধনে বিড়ম্বনা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বড়ভিটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্মনিবন্ধন, মৃত্যু সনদ বা বিভিন্ন ধরনের অনুবাদ ভুল সংশোধনের জন্য দিনের পর দিন, মাসের পর মাস ধরে সেখানকার ইউপি সচিবের কাছে ধরনা দিতে হয়। তাছাড়া এলাকার প্রভাবশালী ব্যক্তি না হলে উক্ত কাজ জনসাধারণের মাঝে তিন-চার মাস সময় লেগে যায়। ইতোমধ্যে আমরা জানতে পারি- ইচ্ছেকৃতভাবে নামে বানান ভুল করে দেয়ায় গ্রাহককে চার-পাঁচবার করে হয়রানির শিকার হতে হয়। দায়িত্বশীলদের ভুলের কারণে গ্রাহকরাই প্রতিবার টাকা দিতে বাধ্য থাকে। তাদের মধ্যে আবার কেউ কেউ বেশি অঙ্কের টাকা দিতে রাজি হলে এক সপ্তাহের মধ্যে ভুল সংশোধনের কাজ সমাধান করে দিতে পারে। এমন অনিয়ম চলে আসছে জন্মনিবন্ধন, মৃত্যু সনদ বা বিভিন্ন ধরনের অনুবাদ ভুল সংশোধনের কাজ করাতে। তাছাড়া সরকারি নির্ধারিত ফ্রি পরিষেবার বাইরে মোটা অঙ্কের টাকা দিতে হয়। না দিলে কাজ হয় না অথবা ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে বড়ভিটা ইউনিয়নবাসীরা অনেকেই দাবি করেন- এই জঘন্য অপরাধের হাত থেকে তারা রেহাই পেতে চান! তাই জরুরি এসব কাগজপত্রের ভুল সংশোধনের কাজে যেন আর বিড়ম্বনার না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত কঠোর পদক্ষেপ কামনা করছি।

মুহাম্মদ হাফিজুর রহমান : শাহবাজার, ফুলবাড়ী, কুড়িগ্রাম। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App