×

জাতীয়

নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৬ পিএম

নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার বাড়িয়ে ৫.৭৫ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক। আগামী ২ অক্টোবর থেকে নতুন সুদহারটি কার্যকর হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ৫৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে মূল্যস্ফীতি লাঘবে রেপো রেট বা নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৭৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এর ফলে গত চার মাসের মধ্যে দ্বিতীয়বার নীতি সুদহার বাড়ানো হলো। ফলে এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করতে হলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগের চেয়ে দশমিক ২৫ শতাংশ বেশি সুদ গুনতে হবে।

তবে রিভার্স রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৪ ভাগে অপরিবর্তিত থাকবে। আগামী ২ অক্টোবর থেকে নতুন সুদহার কার্যকর হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত ৩০ জুন, দেশের অর্থনীতিতে তারল্য প্রবাহ নিয়ন্ত্রণে রেপো রেট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৫০ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App