×

জাতীয়

করতোয়ায় উদ্ধার অভিযান অব্যাহত, এখনো নিখোঁজ ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৫২ পিএম

করতোয়ায় উদ্ধার অভিযান অব্যাহত, এখনো নিখোঁজ ৩

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার পঞ্চম দিন আজ। নিখোঁজদের সন্ধানে আজও চলছে উদ্ধার অভিযান।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে। তবে আজ এখনো নিখোঁজ কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের জরুরি তথ্যকেন্দ্রের তথ্যমতে, ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল, তার সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এদিকে নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যুতে এলাকাজুড়ে মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে করতোয়া নদীর আউলিয়াঘাটের বাতাস। লাশের খোঁজে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের জরুরি তথ্যকেন্দ্রে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App