×

জাতীয়

জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৭ পিএম

জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে

প্রেসক্লাবে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে
জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ-ভারত সম্পর্কোন্নয়নে আধিপত্যবাদ নীতি পরিহার করে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন রাজনীতিবিদ ও সাবেক কূটনীতিকরা। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এ কথা বলেন।

সাবেক কূটনীতিক সাকিব আলী বলেন, ‘১৪ বছরে তিনটা নির্বাচন হয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ভারতের সঙ্গে সম্পর্কে বাংলাদেশের দুটো কার্ড— ট্রানজিট আর একাত্তর সালের ঐক্য। আমরা কানেক্টিভিটি দিয়েছি, চিটাগং পোর্ট দিয়েছি। কিন্তু ভারত দেশের সঙ্গে সম্পর্ক না করে, রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়েছে। এটা ভুল নীতি।’

জাতীয় নিরাপত্তা বিশ্লেষক কর্নেল আশরাফ (অব.) বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ, অথচ তারা পানির ন্যায্য হিস্যা কখনোই দেয়নি। রোহিঙ্গা ইস্যুতে অবস্থান অদ্ভূত। তারা বলেছে, বাংলাদেশকেও সমর্থন করে, মিয়ামারকেও সমর্থন করে। একসঙ্গে মজলুম আবার জালিমকে সমর্থন করা যায় না। তাদের সঙ্গে সহাবস্থান নিশ্চিত করতে হবে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যকার সংকটের অন্যতম বড় কারণ তাদের আধিপত্যবাদী নীতি। দুই দেশের সম্পর্ক কেমন, পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষ্য দিয়েছেন। ভারত কূটনীতিক শিষ্টাচারের বাইরে গিয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু অধিকারহারা মানুষের মতো থাকতে চাই না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের গবেষণা দফতরের পরিচালক শফিউল আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App