×

খেলা

মেয়াদ বাড়ল আর্জেন্টিনা কোচ স্কালোনির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৮ পিএম

মেয়াদ বাড়ল আর্জেন্টিনা কোচ স্কালোনির

আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

চাকরির মেয়াদ বাড়ল আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির। ২০২৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্ব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চিকুই তাপিয়া স্কালোনির সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, আমি আপনাদের জানাতে পেরে উচ্ছ্বসিত যে, স্কালোনির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। জাতীয় দলের এই প্রজেক্টটির প্রতি আমরা প্রতিজ্ঞাবন্ধ।

আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি রাশিয়া বিশ্বকাপের পরেই চাকরি হারান। লিওনেল মেসি অঘোষিত অবসরে চলে যান। আর্জেন্টিনা ফুটবলের ওই সংকটে দায়িত্ব দেয়া হয় লিওনেল স্কালোনিকে। যখন তার বয়স মাত্র ৪০ বছর। যিনি মেসির সঙ্গেও খেলেছেন।

লিওনেল স্কালোনি মেসিকে জাতীয় দলে ফিরিয়েছেন। নতুন একটা দল গড়ে মেসিকে নিয়ে ওই দলটাকে এক সুতোয় গেঁথেছেন। তার অধীনে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। তিনি বিশ্বকাপের ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আর্জেন্টিনাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App