×

জাতীয়

বঙ্গবন্ধুর খুনিরা এখন প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা চালাচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪১ পিএম

বঙ্গবন্ধুর খুনিরা এখন প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা চালাচ্ছে

বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন অনুষ্ঠানে সমিতির মহাসচিব আবদুর রহমান। ছবি: ভোরের কাগজ

বঙ্গবন্ধুর খুনিরা এখন প্রধানমন্ত্রীকে হত্যার জন্য চেষ্টা চালাচ্ছে। এই স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতিকে জানানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব আবদুর রহমান। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন অনুষ্ঠানে এ কথা বলেন মহাসচিব। মহাসচিব আবদুর রহমান আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা জীবন হাতের মুঠোয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষকসহ সকল পেশার মানুষকে সমান মর্যাদা দিয়েছেন। যোগাযোগক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। আমাদের দেশে এখন দ্রব্যমূল্য বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। তবে এ সমস্যা কিন্তু আমাদের দেশে নয়। আমেরিকাসহ সারা দেশে খাদ্য সংকট রয়েছে। নানা দেশে দুর্ভিক্ষের মতো অবস্থা। কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষের মতো অবস্থা নেই। দেশের জন্য বঙ্গবন্ধুর অবদানের বিষয়ে মহাসচিব বলেন, বঙ্গবন্ধু নিজের জীবন উৎসর্গ করেছেন দেশকে স্বাধীন করার জন্য। নেলসন মেন্ডেলা নিজেই বলেছেন বঙ্গবন্ধু তার চেয়ে বড় মাপের নেতা। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাধ দেয়ার জন্য সেভাবে তৈরি করেছিলেন। কিন্তু সেই বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। ২১শে আগস্টে আরেকটি ১৫ই আগস্ট ঘটানোর চেষ্টা করে পাকিস্তান মতাদর্শিরা। আমাদের জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ইতিহাস সবাইকে শিক্ষা দিবেন। শিক্ষকদের দাবির বিষয়ে আবদুর রহমান বলেন, আমাদের চাওয়া প্রাথমিক পর্যায় যেভাবে জাতীয়করণ হয়েছে। আমাদেরও প্রত্যাশা মাধ্যমিক পর্যায়ে দ্রুত জাতীয়করণ হবে। আশা করছি আগামী নির্বাচনের আগেই তা বাস্তবায়ন হবে। আমাদেন কিছু দাবি দাওয়া রয়েছে তা পেশ করা হয়েছে। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট বিবেকবান। তিনি আমাদের আশা পূরণ করবেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির সহসভাপতি শরিফুল আলম, সুলতান নূরী, যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সচিব মীনা আফরোজ, তথ্য ও যুগ্ম সচিব সাইফুল্লাহ, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জহির উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App