×

আন্তর্জাতিক

সিরিয়ায় কলেরার প্রাদুর্ভাব, ২৯ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৮ পিএম

সিরিয়ায় কলেরার প্রাদুর্ভাব, ২৯ জনের মৃত্যু

একজন সিরিয় নারী উত্তর সিরিয়ার রাকা অঞ্চলের সাহলাহ আল-বানাত ক্যাম্পে একটি পাত্রে পানি ভরছেন। ছবি: ভয়েজ অব আমেরিকা

মহামারির মতো কলেরা ছড়িয়ে পড়েছে সিরিয়ায়। দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ আলেপ্পোয় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, গত মাসে আলেপ্পোয় কলেরার প্রাদুর্ভাব ঘটে। শুরুর দিকে সেভাবে না ছড়ালেও গত কয়েক দিনে প্রদেশেটির গ্রাম ও শহরে শত শত রোগী কলেরায় আক্রান্ত হয়েছে।

এদিকে জাতিসংঘের সিরিয়া শাখার কর্মকর্তারা আলেপ্পোর ওপর দিয়ে বয়ে যাওয়া ইউফ্রেটিস নদীর পানি দূষণকেই সাম্প্রতিক এ প্রাদুর্ভাবের জন্য দায়ী করেছেন।

তারা জানিয়েছেন, চলতি বছর নিম্নবৃষ্টিপাত ও তাপপ্রবাহের কারণে নলকূপ ও সুপেয় পানির অন্যান্য উৎস শুকিয়ে যাওয়ায় বাধ্য হয়ে নদীর পানি পান করছেন আলেপ্পোর জনগণ; কিন্তু সেই পানি যথাযথভাবে জীবণুমুক্ত না করে পান করার কারণেই কলেরার এ প্রাদুর্ভাবের জন্য দায়ী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App