×

জাতীয়

ইডেন কলেজ ছুটি ৩০ সেপ্টেম্বর থেকে, হলও বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৫২ এএম

ইডেন কলেজ ছুটি ৩০ সেপ্টেম্বর থেকে, হলও বন্ধ

ছবি: সংগৃহীত

ইডেন মহিলা কলেজ আকস্মিক বন্ধ ঘোষণা করা হয়েছে। ১ অক্টোবর থেকে বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ৮ অক্টোবর পর্যন্ত হলগুলো বন্ধ থাকবে সকল প্রশাসনিক কার্যক্রম।

জানা যায়, আগামী ১ অক্টোবর থেকে দূর্গা পূজা, ঈদের মিলাদুন্নবী, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

সোমবার রাতে হল কর্তৃপক্ষ মাইকিং করে আবাসিক ছাত্রীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ারা নির্দেশ দেয়া হয়।

একাধিক আবাসিক শিক্ষার্থী ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবাসিক শিক্ষার্থীরা জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হচ্ছে। ১ অক্টোবর থেকে পূজার ছুটি শুরু হচ্ছে। তাই ৩০ সেপ্টেম্বর থেকে হল ছাড়তে আবাসিক ছাত্রীদের নির্দেশ দেয়া হচ্ছে। ৮ অক্টোবর পর্যন্ত হল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে গত শনিবার থেকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস উত্তপ্ত। অসুস্থ হয়ে ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী কিছু দিন বাইরে অবস্থান করলে তার নিয়ন্ত্রণে থাকা জেবুন্নেসা হলের ২০৫ নম্বর কক্ষ ছেড়ে দিতে বলা হয়।

কক্ষের অধিকার নিশ্চিতে জান্নাতুল গত শনিবার কলেজে গেলে তার ওপর চড়াও হয় সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনুসারীরা। এ নিয়ে বেশ কয়েকদফা ছাত্রীদের হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে।

এসব ঘটনার জেরে সোমবার রাত পর্যন্ত ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App