×

খেলা

বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৫ পিএম

বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারের আসরকে সামনে রেখে রবিবার সাত ফ্রাঞ্চাইজির নাম প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারণ করেছে গভর্নিং কাউন্সিল। আসন্ন আসরে সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটার পারিশ্রমিক পাবেন ৮০ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ মূল্যমান জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

আসন্ন বিপিএলে দেশি ক্রিকেটারদের সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি এ আর সর্বনিম্ন ক্যাটাগরি জি। নতুন নির্ধারিত মূল্যমান অনুযায়ী সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটার পাবেন ৮০ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা। বিদেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ইউএস ডলার।

এছাড়া এবার থেকে প্লেয়ার্স ড্রাফট ব্যতীত বিদেশি ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিংয়ের ক্ষেত্রে কণো ধরণের বাধ্যবাধকতা রাখছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের ইচ্ছা অনুযায়ী বিদেশি ক্রিকেটার সাইন করাতে পারবে। তবে একাদশে সর্বোচ্চ চারজন এবং সর্বনিম্ন দুইজন বিদেশি খেলাতে পারবে।

বিপিএলের দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের ভিত্তিমূল্য:

ক্যাটাগরি    পারিশ্রমিক (দেশি ক্রিকেটার) পারিশ্রমিক (বিদেশি ক্রিকেটার) এ              ৮০ লাখ টাকা                          ৮০ হাজার ইউএস ডলার বি             ৫০ লাখ টাকা                          ৬০ হাজার ইউএস ডলার সি             ৩০ লাখ টাকা                          ৪০ হাজার ইউএস ডলার ডি             ২০ লাখ টাকা                          ৩০ হাজার ইউএস ডলার ই              ১৫ লাখ টাকা                           ২০ হাজার ইউএস ডলার এফ          ১০ লাখ টাকা - জি            ৫ লাখ টাকা -

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App