×

সারাদেশ

দাঁত ভাঙা জবাব দিতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:১০ পিএম

দাঁত ভাঙা জবাব দিতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ছবি: ভোরের কাগজ

দাঁত ভাঙা জবাব দিতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
দাঁত ভাঙা জবাব দিতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বঙ্গবন্ধু’র নির্দেশে আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই, আমাদের চেতনাও আমরা জমা দেই নাই। তাই এখনো যারা বলে, পাকিস্তান ভাল ছিল তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে, বিষ দাঁত উপড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ভার্চুয়ালি জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মন্ত্রী। জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পুলিশ সুপার মোঃ সাইফুল হক প্রমুখ। প্রসঙ্গত, পাঁচতলা বিশিষ্ট শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তিন তলা বিশিস্ট ভবন দু’টি ৪ কোটি ৪১ লক্ষ টাকা নির্মাণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দু’টির স্থানীয় খরচ নির্বাহের জন্য প্রতিটি ভবনের নীচ তলায় ১২টি করে দোকান সম্বলিত মার্কেট রয়েছে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App