×

সারাদেশ

তাহিরপুরে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩১ পিএম

তাহিরপুরে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
তাহিরপুরে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুরে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: ভোরের কাগজ

তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকের ওপর শিক্ষার্থীর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় শহীদমিনার প্রাঙ্গণে উপজেলার বাদাঘাট, আলহাজ্ব জয়নাল আবেদীন, হাজী ইউনুছ আলী, চানপুরপুর, লরাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়সহ ১০টি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর একই দাবিতে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ.ফ.ম মুস্তাকিম আলী পীরের সঞ্চালনায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত দেবনাথ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার, চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, হাজী এম এ জাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার, আইডিয়াল ভিশন একাডেমির প্রধান শিক্ষক মোক্তার হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, হামলার শিকার দুই শিক্ষক ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। হামলাকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী। তারা জামিনে এসে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট সকলের প্রতি।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার ট্যাকেরঘাট স্কুল অ্যান্ড কলেজে বাংলা ক্লাস চলাকালীন সময়ে কলেজের দ্বাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী আলী ইদ্রিস ক্লাসে অমনোযোগী হওয়ায় তাকে মৌখিকভাবে শাসন করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোখলেসুর রহমান ও সহকারী শিক্ষক মুর্তজ আলী।

এরই জের ধরে গিয়ে পরের দিন বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দুই শিক্ষককে ট্যাকেরঘাট বাজার থেকে বাসায় ফেরার পথে ট্যাকেরঘাট-লাকমা সড়কে আলী ইদ্রিস ও তার কয়েকজন সহযোগীরা মিলে দুই শিক্ষকের পথরোধ করে কাঠের রোল দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত করে।

এ ঘটনায় পরেরদিন প্রভাষক মোখলেসুর রহমান বাদি হয়ে তাহিরপুর থানায় আলী ইদ্রিসকে প্রধান আসামিসহ অজ্ঞাত নামা আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ভোরের কাগজকে জানান, আসামিরা আদালতে হাজির হয়ে জামিনে এসেছে। তবে মামলার তদন্ত কাজ এখনও শেষ হয়নি। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App