×

সারাদেশ

আমি জানলে মাকে এভাবে খুঁজতাম না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২০ পিএম

আমি জানলে মাকে এভাবে খুঁজতাম না

রহিমা বেগম ও তার মেয়ে মরিয়ম মান্নান। ফাইল ছবি

খুলনা থেকে নিখোঁজের পর ফরিদপুর থেকে উদ্ধার হওয়া রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান বলেছেন, ‘আমার মাকে খুঁজে পেয়েছি, এটাই এখন বড় কথা। এতদিন মা কোথায় ছিলেন, কীভাবে গেলেন- তিনি তা বলেছেন। এরপরও অনেকে প্রশ্ন তুলেছেন। বিষয়টি পুলিশের তদন্তেই সুরাহা হবে, আমিও সেটাই চাই।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) এসব কথা বলেন মরিয়ম। তিনি আরও বলেন, ‘মা তো আমার। আমি জানলে এভাবে খুঁজতাম না। খুলনা থেকে ময়মনসিংহে ছুটে যেতাম না।’

গত ২৭ আগস্ট খুলনার দৌলতপুর থেকে ‘নিখোঁজের পর রহিমা বেগম নিখোঁজ হন। তাকে উদ্ধারে মেয়ে মরিয়ম দৌঁড়ঝাপ করেন। একপর্যায়ে ময়মনসিংহের ফুলপুরে এক নারীর লাশকে নিজের মা দাবি করে আলোচনায় আসেন মরিয়ম। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি সহমর্মিতা জানান অনেকে। তবে গত শনিবার তার মা জীবিত উদ্ধার হওয়ার পর সেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই সমালোচনা হচ্ছে যে, ‘মায়ের লুকিয়ে থাকার বিষয়ে অবগত ছিলেন মরিয়ম।’

রহিমা বেগম নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, জমিজমা সংক্রান্ত ঝামেলার জের ধরে প্রতিপক্ষ তাকে অপহরণ করেছে। ওই ঘটনায় মামলা হলে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে, তারা কারাগারে রয়েছেন।

তবে গত শনিবার ফরিদপুরে পূর্ব পরিচিত এক ব্যক্তির বাড়ি থেকে তাকে উদ্ধারের পর মামলার তদন্ত সংস্থা খুলনার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা বলছেন, প্রাথমিক আলামতে মনে হচ্ছে, রহিমা অপহৃত হননি, তিনি আত্মগোপনে ছিলেন। তিনি ফরিদপুরে যে বাড়িতে ছিলেন, সেখানে স্বাভাবিক জীবনধারন করছিলেন। ওই বাড়ির লোকজন এবং প্রতিবেশীরাও অভিন্ন তথ্য দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App