×

খেলা

৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৭ পিএম

৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

লিটন দাস

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফেরেন সাব্বির রহমান। সাবির আলীর বলে বাসিল হামিদকে ক্যাচ দেন তিনি। পরের ওভারেই বিদায় নেন লিটন দাস। ৮ বলে ১৩ করে আয়ান খানের শিকার হন তিনি। তর সইলো না মেহেদী মিরাজেরও। সাব্বির, লিটনের পর সাজঘরে ফিরলেন তিনি। ১৪ বলে ১২ রান করে হাওয়ায় কড়ানো শট খেলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। রবিবার (২৫ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪২ রান। এ ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে ফিরছেন নুরুল হাসান, লিটন দাস, ইয়াসির আলী। আর সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান। তবে অলরাউন্ডার সাকিব আল হাসান দলে নেই। বর্তমানে সিপিএল খেলছেন তিনি। বাংলাদেশ একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শরীফুল ইসলাম। সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মাদ ওয়াসিম, চিরাগ সুরি, সিপি রিজওয়ান, ভৃত্য অরবিন্দ, জুনাইদ সিদ্দিক, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মিয়াপ্পন, আরিয়ান লাকরা, আয়ান খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App