×

জাতীয়

নিখোঁজ সেই রহিমা খাতুনকে ফরিদপুরে জীবিত উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯ এএম

নিখোঁজ সেই রহিমা খাতুনকে ফরিদপুরে জীবিত উদ্ধার

রহিমা খাতুনকে জীবিত উদ্ধার

খুলনার দৌলতপুরের নিখোঁজ রহিমা খাতুনকে (৫২) ফরিদপুর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) একটি টিম তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন।

জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী গ্রাম থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার রাতে খুলনা থেকে ফরিদপুরের বোয়ালমারী গ্রামে যায়। তারা রহিমাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। রহিমা ‘আত্মগোপনে ছিলেন বলে দাবি করেছেন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার এসআই লুৎফুল হায়দার। তিনি বলেছেন, রহিমাকে নিয়ে দৌলতপুর থানায় পৌঁছেছি আমরা। তদন্ত রিপোর্টে বিস্তারিত উল্লেখ থাকবে। এর আগে ময়মনসিংহের ফুলপুরে উদ্ধারের পর দাফন হওয়া এক নারীর লাশকে নিখোঁজ রহিমার বলে দাবি করেছেন তার মেয়ে মরিয়ম মান্নান। লাশ শনাক্তের জন্য শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি ফুলপুর থানায় পৌঁছান। এরপর উদ্ধারকৃত নারীর পোশাক ও আলামত দেখে দাবি করেন লাশটি তার মায়ের। ওই দিন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, পোশাক ও অন্যান্য আলামত দেখে মরিয়ম মান্নান দাবি করেছেন লাশটি তার মায়ের। তবে ডিএনএ পরীক্ষা না করে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App