×

খেলা

আয়ারল্যান্ডকে ১২১ রানের টার্গেট দিল বাংলাদেশের মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৫২ পিএম

আয়ারল্যান্ডকে ১২১ রানের টার্গেট দিল বাংলাদেশের মেয়েরা

ট্রফি নিয়ে দুই অধিনায়ক। বাংলাদেশের নিগার সুলতানা ও আয়ারল্যান্ডের লরা ডেলানি। আজ ফাইনাল শেষে এ ট্রফি উঠবে একজনের হাতে

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রবিবার (২৫ সেপ্টেম্বর) নারী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে ১২১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা ১২০ রান সংগ্রহ করে। সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ১১৩ রানে ১১ রানে ম্যাচ জিতেছিল টাইগ্রেসরা।

রবিবার (২৫ সেপ্টেম্বর) মুরশিদা খাতুনকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন ফারজানা হক পিংকি। দলীয় ২৩ রানের মাথায় ৬ রান করে সাজঘরে ফিরেন মুরশিদা। অপরপ্রান্ত আগলে রেখে ফারজানা হক ৫৫ বলে ৬১ রান করেন। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। ফারজানার পর রুমানা আহমেদ দ্বিতীয় টাইগ্রেস ব্যাটার হিসেবে দুই অংকের ঘরে পৌঁছান। তিনি ২০ বলে ২১ রান করে আউট হন।

অপর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নিগার সুলতানা ৬, সুবর্ণা মুশতারি ৬, ঋতুমনি ৯, সালমা খাতুন ও নাদিয়া আক্তার ৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৪ রান। ১২০ বলে টাইগ্রেসরা ১২০ রান করে আয়ারল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বলা বাহুল্য গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের মেয়েদেরকে ১৪ রানে হারিয়েছিল টাইগ্রেসরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App