বনজের বিরুদ্ধে বাবুলের মামলার আবেদন খারিজ

আগের সংবাদ

বাংলাদেশ বিরোধী অপপ্রচারের সমুচিত জবাব দিন

পরের সংবাদ

গাংনীতে মধ্যরাতে সড়কে গাছ ফেলে গণডাকাতি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ৩:০০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ৩:০০ অপরাহ্ণ

মেহেরপুরে সড়কে গাছ ফেলে যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে গণডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার বামন্দি-দেবিপুর সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে ডাকাত দলের কবলে পড়া দেবিপুর গ্রামের বাসিন্দা ও বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদ মাহমুদ বলেন, মোটরসাইকেলযোগে বামন্দি বাজার থেকে রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন তিনি। তার পথরোধ ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে সড়কের পাশে আটকে থাকা একটি ট্রাকের ভিতর আটকিয়ে রেখে গণডাকাতির তাণ্ডব চালায় তারা। ওই সময় আরও অন্তত ১৫ জন পথচারীকে ট্রাকের ভিতর আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। পরে আনুমানিক রাত দুইটার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। ডাকাতরা অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে কয়েক লাখেরও বেশি টাকা লুট করে পালিয়েছে বলেও জানান তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়