×

বিনোদন

৩৬ বছর পর বেতারে চিত্রলেখা গুহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২ পিএম

৩৬ বছর পর বেতারে চিত্রলেখা গুহ

বেতারে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন চিত্রলেখা গুহ

অভিনয় ক্যারিয়ারের ৩৬ বছর পার করে অভিনেত্রী চিত্রলেখা গুহ প্রথমবার তালিকাভুক্ত হলেন বাংলাদেশ বেতারে। গত সোমবার বেতারে তার প্রথম নাটক সুকন্যা’র রেকর্ডিং হয়েছে। নাটকটি প্রযোজনা করছেন যাত্রী ফেরদৌসী।

চিত্রলেখা গুহ বলেন, ১৯ সেপ্টেম্বর আমার জন্য অন্যরকম একটি দিন। জাতীয় বেতার ভবনে আমার অভিনীত প্রথম বেতার নাটক সুকন্যা’র রেকর্ডিং করলাম। অন্যরকম ভালো লাগা, অন্যরকম অনুভূতি। পছন্দের সহশিল্পীদের সঙ্গে দারুণ উপভোগ করলাম।

চট্টগ্রামের নাট্য সংগঠন অঙ্গন থিয়েটারের হয়ে ১৯৮৬ সালে প্রথম মঞ্চে অভিনয় করেন নন্দিত এই শিল্পী। ১৯৮৯ সালে ঢাকার মঞ্চনাটকে যুক্ত হন থিয়েটার আরামবাগে। টেলিভিশনে অভিনয় ক্যারিয়ার শুরু হয় এর পরের দশকে ১৯৯৩ সালে।

অভিনয়শিল্পী হিসেবে এত বছর পর কেন তালিকাভুক্ত হলেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আশির দশকে নিয়ম ছিল, সংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হলে অভিনয়শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়া যাবে না। আমিও আসলে আর কখনো চেষ্টা করিনি। বেতার থেকেও আমাকে কখনো ডাকা হয়নি। এসব কারণে এতদিন তালিকাভুক্ত হওয়া হয়নি। চিত্রলেখা রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে ১৯৮৬ সালেই বেতারে তালিকাভুক্ত হয়েছিলেন। তবে অভিনয়শিল্পী হিসেবে এবার তালিকাভুক্ত হলেন তিনি।

বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কণ্ঠ দেয়ার অভিজ্ঞতার থাকলেও বেতারে এই প্রথম বলে জানালেন চিত্রলেখা গুহ। বেতারের কর্মকর্তা যাত্রী ফেরদৌসীর আগ্রহের কারণেই এবার তালিকাভুক্তি হয়েছেন জানিয়ে চিত্রলেখা বলেন, বলা যায় ওর কারণেই। সব প্রক্রিয়া সম্পন্ন করেছে যাত্রী। আমি কিছুদিন আগে গিয়ে তালিকাভুক্তির চিঠি নিয়েছি।

চিত্রলেখা গুহ সম্প্রতি গ্রিন টিভির জন্য একটি কুইজ শোতে অংশ নিয়েছেন। এই অভিনেত্রী বলেন, ১১ নম্বর গাড়ি কুইজ শো। ১১ নম্বর গাড়িতে চড়ে, ঘুরতে ঘুরতে দারুণ উত্তেজনা, চমৎকার উপস্থাপন, প্রাণবন্ত টিম, সুন্দর আয়োজন, টেনশন, আড্ডা, গল্প, প্রশ্ন, উত্তর, হার-জিৎ, পুরস্কার- সব মিলিয়ে পছন্দের একটা কাজ করলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App