×

পুরনো খবর

বলিউড ছেড়ে বুদ্ধের পথে বারখা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:০০ পিএম

বলিউড ছেড়ে বুদ্ধের পথে বারখা

বলিউডের রঙিন জীবন ছেড়ে বুদ্ধের পথ বেছে নিলেন বারখা মদন। একাধারে তিনি ছিলেন মডেল, অভিনেত্রী ও প্রযোজক। হিন্দি ও পাঞ্জাবি ভাষায় একাধিক সিনেমাতে অভিনয় করেছেন বারখা। টেলিভিশনে উপস্থাপনায়ও সুনিপুণ ছিলেন তিনি

বলিউড ছেড়ে বুদ্ধের পথে বারখা

ভারতের একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন বরখা মদন। ১৯৯৪ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী সুস্মিতা সেন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। ১৯৯৬ সালে বলিউড সিনেমা খিলাড়িয়ো কা খিলাড়ি-তে অভিনয়ের মাধ্যমে বলিউডের বড় পর্দায় অভিষেক হয় তার

বলিউড ছেড়ে বুদ্ধের পথে বারখা

খিলাড়িয়ো কা খিলাড়িতে দুর্দান্ত অভিনয়ের পর কাজের সুযোগ আসতে থাকে তার কাছে। কিন্তু খ্যাতির মোহে না পড়ে বেছে বেছে সিনেমাতেই অভিনয় করেন বারখা

বলিউড ছেড়ে বুদ্ধের পথে বারখা

২০০৩ সালে রাম গোপাল ভার্মার ভৌতিক চলচ্চিত্র ভূত সিনেমার অভিনয় তার জীবনে নতুন এক মোড় নিয়ে আসে। এতে ভূতের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেন তিনি। ইন্দো-ওলন্দাজ সিনেমা ড্রাইভিং মিস পামেনের মাধ্যমে বিদেশি সিনেমাতেও পদচারণা রয়েছে তার

বলিউড ছেড়ে বুদ্ধের পথে বারখা

বৌদ্ধ ধর্মের মতাদর্শে প্রভাবিত হয়েছেন এই অভিনেত্রী

বলিউড ছেড়ে বুদ্ধের পথে বারখা

বারখার সন্ন্যাস গ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা

বলিউড ছেড়ে বুদ্ধের পথে বারখা

সন্ন্যাস নেয়ার ইচ্ছে তার মধ্যে বহু আগে থেকেই ছিল। ২০১২ সাল থেকে বৌদ্ধ সন্ন্যাসী হতে চেয়ে আসছিলেন তিনি। তারই ঠিক ১০ বছর পর সেই ইচ্ছেটাকে পূর্ণতা দিলেন বারখা। সন্ন্যাসী হয়ে নিজের নাম পাল্টে রাখেন ভেন. গেয়াল্টেন স্যামটেন। সন্ন্যাসী হয়ে তার মন্তব্য, এটি তার জীবনের গুরুত্বপূর্ণ ও সঠিক সিদ্ধান্ত

[caption id="attachment_370547" align="aligncenter" width="700"] বলিউডের রঙিন জীবন ছেড়ে বুদ্ধের পথ বেছে নিলেন বারখা মদন। একাধারে তিনি ছিলেন মডেল, অভিনেত্রী ও প্রযোজক। হিন্দি ও পাঞ্জাবি ভাষায় একাধিক সিনেমাতে অভিনয় করেছেন বারখা। টেলিভিশনে উপস্থাপনায়ও সুনিপুণ ছিলেন তিনি[/caption] [caption id="attachment_370548" align="aligncenter" width="700"] ভারতের একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন বরখা মদন। ১৯৯৪ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী সুস্মিতা সেন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। ১৯৯৬ সালে বলিউড সিনেমা খিলাড়িয়ো কা খিলাড়ি-তে অভিনয়ের মাধ্যমে বলিউডের বড় পর্দায় অভিষেক হয় তার[/caption] [caption id="attachment_370549" align="aligncenter" width="700"] খিলাড়িয়ো কা খিলাড়িতে দুর্দান্ত অভিনয়ের পর কাজের সুযোগ আসতে থাকে তার কাছে। কিন্তু খ্যাতির মোহে না পড়ে বেছে বেছে সিনেমাতেই অভিনয় করেন বারখা[/caption] [caption id="attachment_370550" align="aligncenter" width="700"] ২০০৩ সালে রাম গোপাল ভার্মার ভৌতিক চলচ্চিত্র ভূত সিনেমার অভিনয় তার জীবনে নতুন এক মোড় নিয়ে আসে। এতে ভূতের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেন তিনি। ইন্দো-ওলন্দাজ সিনেমা ড্রাইভিং মিস পামেনের মাধ্যমে বিদেশি সিনেমাতেও পদচারণা রয়েছে তার[/caption] [caption id="attachment_370551" align="aligncenter" width="700"] বৌদ্ধ ধর্মের মতাদর্শে প্রভাবিত হয়েছেন এই অভিনেত্রী[/caption] [caption id="attachment_370552" align="aligncenter" width="700"] বারখার সন্ন্যাস গ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা[/caption] [caption id="attachment_370553" align="aligncenter" width="700"] সন্ন্যাস নেয়ার ইচ্ছে তার মধ্যে বহু আগে থেকেই ছিল। ২০১২ সাল থেকে বৌদ্ধ সন্ন্যাসী হতে চেয়ে আসছিলেন তিনি। তারই ঠিক ১০ বছর পর সেই ইচ্ছেটাকে পূর্ণতা দিলেন বারখা। সন্ন্যাসী হয়ে নিজের নাম পাল্টে রাখেন ভেন. গেয়াল্টেন স্যামটেন। সন্ন্যাসী হয়ে তার মন্তব্য, এটি তার জীবনের গুরুত্বপূর্ণ ও সঠিক সিদ্ধান্ত[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App