×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলার মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:২৭ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলার মেয়েরা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলার মেয়েরা

থাইল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগ্রেসরা

আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় সেমিফাইনালে আজ থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে টাইগ্রেসরা।

প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আয়ারল্যান্ডের মেয়েরা। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড।

আগেই বলা হয়েছিল ফাইনালে ওঠা দুটো দল আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। শুক্রবার ২৩ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডের মেয়েরা টস জিতে টাইগ্রেসদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

নির্ধারিত ২০ ওভার লাল সবুজের প্রতিনিধিরা ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। বাংলাদেশের চ্যালেঞ্জের জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে থাইল্যান্ডের মেয়েরা।

ফলে ১১ রানে ম্যাচ জিতে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। টাইগ্রেস ব্যাটারদের মধ্যে ফারজানা হক ১৭ বলে ১১ , মুরশিদা খাতুন ৩৫ বলে ২৬ , নিগার সুলতানা ২৪ বলে ১৭, রুমানা আহমেদ ২৪ বলে ২৮, সুবর্ণা মুস্তারি ১০ বলে ১৭ রান করেন। থাইল্যান্ডকে ১০২ রানে গুটিয়ে দিতে বল হাতে অগ্রণী ভূমিকা রাখেন সালমা খাতুন। তিনি চার ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। সানজিদা আক্তার ৭ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।

অপর উইকেটটি তুলে নেন নাহিদা আক্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App