×

খেলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ফিরল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪ এএম

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ফিরল ভারত

২০ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা

নাগপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারি অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। বৃষ্টি না হলেও মাঠ ভেজা থাকায় ৮ ওভারে নেমে আসা ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল ভারত। অস্ট্রেলিয়ার দেয়া ৯১ রানের লক্ষ্য ৪ বল বাকি থাকতেই টপকে যায় রোহিতরা।

বুমরার ফেরার ম্যাচে বোলারদের জন্য অনুকূল কন্ডিশনে টসে জিতে বোলিং নেন রোহিত শর্মা। ক্যামেরন গ্রিন ইনিংসের দ্বিতীয় ওভারেই কোহলির দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট হন। গ্লেন ম্যাক্সওয়েল নামেন তিন নম্বরে। তবে অক্ষর প্যাটেলের বলে প্রথম বলেই বোল্ড তিনি। টিকতে পারেননি টিম ডেভিডও, তাকেও ফেরান অক্ষর প্যাটেল।

১৫ বলে ৩১ রান করে বুমরার বলে ফেরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওয়েডের ২০ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে লড়াই করার মতো পুঁজি দেয়। ৮ ওভারে অস্ট্রেলিয়া করে ৯০ রান। ভারতের হয়ে ১৩ রানে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জশ হ্যাজলউডের ওপর চড়াও হন রোহিত ও লোকেশ রাহুল। প্রথম ওভারেই তুলে নেন ২০ রান। প্যাট কামিন্সের দ্বিতীয় ওভারে আসে ১০ রান। ইনিংসের তৃতীয় ওভারেই ফিঞ্চ বল দেন অ্যাডাম জ্যাম্পার হাতে। জ্যাম্পা অধিনায়ককে হতাশ করেননি। রাহুলকে ফেরান এ লেগ স্পিনার। ইনিংসের পঞ্চম ওভারে এসে পরপর দুই বলে তুলে নেন বিরাট কোহলি আর সূর্যকুমার যাদবকে।

কোহলি আউট হন ৬ বলে ১১ রান করে। সূর্যকুমার রানের খাতাই খুলতে পারেননি। পান্ডিয়াও সুবিধা করতে পারেননি, আউট হন ৯ বলে ৯ রান করে। তবে রোহিত শর্মা ২০ বলে ৪৬ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে প্যাভিলিয়নে ফেরেন। দিনেশ কার্তিক করেন ২ বলে ১০ রান। ২৫ সেপ্টেম্বর হায়দারাবাদে হবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ।

সূত্র: দ্য গার্ডিয়ান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App