×

আন্তর্জাতিক

ভারতে বজ্রপাত ও বসতবাড়ি ধসে নিহত ৩৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৪ পিএম

ভারতে বজ্রপাত ও বসতবাড়ি ধসে নিহত ৩৬

ফাইল ছবি

ভারতে বজ্রপাত ও বসতবাড়ি ধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে এবং ২৪ জন মারা গেছেন বসতবাড়ি ধসে।

ভারত সরকার বলছে, বৈরী আবহাওয়ার কারণে পাঁচ দিনে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। এখনও অব্যাহত আছে বৃষ্টিপাত।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি বজ্রপাতের সাক্ষী হয়েছে ভারত।

পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর শুধু বজ্রপাতেই ভারতে মারা যায় আড়াই হাজার মানুষ। যুক্তরাষ্ট্রে এই সংখ্যা মাত্র ৪৫। এ ছাড়া ২০২১ সালে বজ্রপাতে আসামে মারা যায় ১৮টি হাতি।

পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণেই বজ্রপাতে নিহতের সংখ্যা বাড়ছে ভারতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App