ব্রিটেনের রানির চেয়েও আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ বেশি

আগের সংবাদ

সংবাদ প্রকাশ হলেই কর্মকর্তা শোকজ!

পরের সংবাদ

বাংলাদেশি কর্মী নেবে মলদোভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ১০:৩১ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১০:০৮ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা। প্রথম ব্যাচে ২৮ বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক খুদেবার্তায় এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মলদোভায় বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে তারা বাংলাদেশি কর্মী নিতে রাজি হয়েছে। প্রথম ব্যাচে ২৮ বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে। তারা অ্যালুমিনিয়ামের জানালা তৈরির কারখানায় কাজ করবে।

তিনি আরও বলেন, এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ। তবে এবার চালু হচ্ছে। মলদোভায় যাওয়ার জন্য আরো ৪০ জনেরও বেশি কর্মী অপেক্ষায় রয়েছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়