×

মুক্তচিন্তা

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ : বাংলার ফুটবলে এসেছে সুদিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ এএম

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ : বাংলার ফুটবলে এসেছে সুদিন

মেয়েগুলো যেন মস্ত এক বাজির ঘোড়া, দুর্দান্ত বেগে ছুটে। ক্ষিপ্রতা, নিখুঁত ফিনিশিং,বল নিয়ন্ত্রণ, চমকপ্রদ ড্রিবলিং এ মাঠ মাতিয়ে রাখে। কিছু কিছু সময়ের জন্য হারিয়ে যায় ইউরোপ-আমেরিকার ফুটবলে, মনে হয় না বাংলার মেয়েরা ফুটবল খেলছে। কি চোখ ধাঁধানো খেলা, মন্ত্র মুগ্ধ হয়ে যাওয়ার মতো। পুরো টুর্নামেন্টে ছুটেছে ঘোড়ার বেগে, একটু সময়ের জন্যও পিছনে ফিরে তাকাতে হয়নি। তাদের মাঝে লুকিয়ে আছে না পাওয়ার বেদনা, বুকে চাপা কষ্ট পুঁতে রাখা আছে। কষ্টের সঙ্গে পাঞ্জা লড়ার তিক্ত অভিজ্ঞতা আছে তাদের। কাজের প্রতি স্পৃহা, আত্মত্যাগ ও আত্মবিশ্বাস ছিল সমান্তরাল। সবকিছুর সমষ্টি তাদের জয়ের নেশায় আসক্ত করে তুলেছিল। তাই তো লাল সবুজের পতাকা বুকের ভেতর ধারণ করে পরল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। তাদের পর্যাপ্ত পরিমাণে সম্মান দেয়ার সময় এসেছে। সুযোগ-সুবিধা দিলে তারা আরো এগিয়ে যাবে অথচ তারা বঞ্চিত। তারা যেন হারিয়ে না যায় তাই সঠিক পরিচর্যা দরকার। দরকার সঠিক পরিকল্পনা। তবেই বাংলার ফুটবলে বসন্তের সুবাতাস বইতে শুরু করবে।

জুবায়েদ মোস্তফা : শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App