×

জাতীয়

প্রাইভেটকারে যানজট বাড়লেও নিয়ন্ত্রণে নেই উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৩ এএম

প্রাইভেটকারে যানজট বাড়লেও নিয়ন্ত্রণে নেই উদ্যোগ

প্রতীকী ছবি

রাজধানীতে যানজটের জন্য বহুদিন ধরে প্রাইভেটকারকেই দায়ী করা হলেও বিষয়টি নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে না তেমন কোনো উদ্যোগ। যানজট নিরসনে সরকারিভাবে প্রাইভেটকার কমিয়ে আনার কথা বলা হলেও তা শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকছে। অপরদিকে, দিনে গড়ে ৭২টি প্রাইভেট গাড়ি রাজধানীর সড়কে নামায় আরও বাড়ছে যানজট। এমন বাস্তবতায় আজ বৃহস্পতিবার পালিত হবে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস।

এবার দিবসটির প্রতিপাদ্য ‘জ্বালানি ব্যবহার ও যানজট নিয়ন্ত্রণ করি, ব্যক্তিগত গাড়ি সীমিত রাখি’। সরকারি সংস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আয়োজনে প্রাইভেটকার নিয়ন্ত্রণে শোভাযাত্রা, সভা-সেমিনারের মতো সচেতনতামূলক কর্মসূচি থাকলেও শক্ত পদক্ষেপ নেই। সরকারি আরেক সংস্থা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিসংখ্যানে তা পরিস্কার। চলতি বছরের প্রথম আট মাসে রাজধানীতে চলাচলের জন্য ১০ হাজার ৮২৫টি প্রাইভেট গাড়ি নিবন্ধন নিয়েছে। গড়ে দিনে ৪৫টি প্রাইভেটকার যোগ হচ্ছে রাজধানীর সড়কে। চলতি বছর জিপগাড়ি নিবন্ধিত হয়েছে ছয় হাজার ৬৪৮টি। গত বছর এই সংখ্যা ছিল ছয় হাজার ৯২৭। আর গত বছর প্রাইভেটকার নিবন্ধিত হয়েছিল ১৪ হাজার ৩২১টি। পরিসংখ্যান বলছে, আগের বছরের তুলনায় চলতি বছর প্রাইভেটকার ও জিপের মতো ব্যক্তিগত গাড়ি বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App