×

খেলা

কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৫ পিএম

কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

নমপেনে বৃহস্পতিবার স্বাগতিক কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ারা

ফিফা প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কম্বোডিয়ামে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি করেন রাকিব হোসেন। আক্রমন-পাল্টাআক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। দুই দলই লড়াই করছে সমান তালে। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ খেলার নিয়ন্ত্রণে ছিল। স্বাগতিক দলটিও মাঝে মধ্যে আক্রমণ রচনা করেছে। তবে সেই আক্রমণগুলো খুব বেশি ভীতির সঞ্চয় করতে পারেনি বাংলাদেশের রক্ষণে।

ম্যাচে বাংলাদেশ উল্লেখযোগ্য প্রথম সুযোগটি তৈরি করে ত্রয়োদশ মিনিটে। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে জামাল ভূঁইয়া পা ছোয়ালে তা পোষ্ট ঘেঁষে বেরিয়ে যায়। ২৩তম মিনিটে রাকিবের গোলে এগিয়ে যায়। একটি সংঘবদ্ধ আক্রমণে মতিন মিয়া ডান প্রান্তে রাকিব হোসেনের দিকে বল বাড়ান। রাকিব হোসেন বলের নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে আড়াআড়ি শট করেন। কম্বোডিয়ার গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়েও গোল আটকাতে পারেননি। রাকিবের গোলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ডাগআউট উল্লাসে মাতে। কম্বোডিয়ার নমপেনে অবস্থিত বাংলাদেশিরাও গ্যালারিতে উল্লাস করেন।

দ্বিতীয়ার্ধেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারীরা। এর ফলে কম্বোডিয়ার বিপক্ষে পাঁচবারের সাক্ষাতে ৪ জয় ও ১ ড্র করেছে বাংলাদেশ। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল দল দুটি। সে ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতেছিল লাল সবুজের জার্সিধারীরা। ২০১৯ সালের ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচও হয়েছিল কম্বোডিয়ার মাঠে। রবিউল হাসানের একমাত্র গোলে বাংলাদেশ জিতে ফিরেছিল। র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে কম্বোডিয়া। তাদের অবস্থান ১৭৪তম। আর বাংলাদেশ ১৯২।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App