ধোবাউড়ায় সাফজয়ী ফুটবলারের অভিভাবকদের সংবর্ধনা

আগের সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

পরের সংবাদ

যুবদল কর্মী শাওনের মৃত্যু

ঢামেকে বিএনপির কেন্দ্রীয় নেতারা

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১১:৪৩ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:৫১ পূর্বাহ্ণ

মুন্সিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওনের মৃত্যুর খবর শুনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস, আমানউল্লাহ আমানসহ দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢামেকে নিহতের স্বজনদের সমবেদনা জানাতে আসেন তারা।

এসময় উপস্থিত সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, আমাদের যেখানেই বড় কোনো মিছিল, মিটিং হচ্ছে সেখানেই গুলি করা হচ্ছে। এটা অত্যাচারের শেষ সীমায় চলে গেছে। তারা বুঝে গেছে তারা আর ক্ষমতায় থাকতে পারবেনা। এজন্য মরণ কামড় দিচ্ছে। আমরা সাংঘাতিক মানসিক যন্ত্রণার মধ্যে আছি।

তিনি বলেন, নেতাকর্মীদের সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। তবে রেগুলার কর্মসূচিগুলো প্রতিবাদী কর্মসূচি হিসেবে পালন করা হবে।

এদিকে বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেল, গ্যাসের দাম কমানোর জন্য
দাবি দাওয়া নিয়ে কর্মসূচি দিয়েছিলাম। সেই কর্মসূচিতেই প্রথমে ভোলাতে ছাত্রনেতা নুর আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আ. রহিম ও নারায়ণগঞ্জে শাওনকে হত্যা করা হয়। বুধবার মুন্সিগঞ্জেও শান্তিপূর্ণ কর্মসূচি ছিলো। সেখানে তারা কিভাবে গুলি চালিয়েছে! এটি এই সরকারের দমন নীতি। তারা মনে করেছে গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করবে। তবে এটা কখনও সম্ভব নয়।

তিনি আরও বলেন, শহীদের রক্তে রঞ্জিত হয়েছে সরকারের হাত। আমাদের আন্দোলন চলছে। যতদিন গণতন্ত্র পুনরুদ্ধার না হয় ততদিন চলবেই।

শুক্রবার বাদ জুম্মা নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শাওনের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান নেতাকর্মীরা। আর আগামী শনিবার বেলা ৩টায় একই স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়