×

অর্থনীতি

৬.৬ শতাংশ প্রবৃদ্ধির আভাস এডিবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০১:৪০ পিএম

৬.৬ শতাংশ প্রবৃদ্ধির আভাস এডিবির

বুধবার (২১ সেপ্টেম্বর) এডিবির ঢাকা কার্যালয়ে ‘এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০২২’ প্রকাশ করা হয়। ছবি: ভোরের কাগজ

চলতি অর্থবছর (২০২২-২৩) শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২১ সেপ্টেম্বর) সংস্থাটির ঢাকা কার্যালয়ে ‘এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০২২’ প্রকাশ করে সংস্থাটি। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ভার্চুয়ালি এ তথ্য তুলে ধরেন।

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য উত্থাপিত বাজেট প্রস্তাবে সাড়ে সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরেছেন সরকার। বিশ্ব অর্থনীতিতে শঙ্কার মধ্যেও বেশি প্রবৃদ্ধির প্রত্যাশা করছেন, সেই ব্যাখ্যা বাজেট বক্তৃতায় দিয়েছেন অর্থমন্ত্রী।

তবে ‘এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০২২’ প্রকাশ অনুষ্ঠানে এডিবি কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চিতায় এবং জ্বালানি সংকটের কারণে এবছর কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হবে না। ধীর গতি দেখা দেবে সরকারি বিনিয়োগেও। এমন অবস্থায় রাজস্ব আদায় বৃদ্ধিতে সরকারকে তাগিদ দিয়েছে এডিবি।

এডিবি জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে ছয় দশমিক ছয় শতাংশ হবে। সংস্থাটির মতে, অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমে যাওয়া, রপ্তানি ও রেমিট্যান্সে প্রবাহের দুর্বলতায় কমবে প্রবৃদ্ধি। একই সময় মূল্যস্ফীতি হার থাকবে ছয় দশমিক সাত শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App