×

জাতীয়

সিদ্ধান্ত গ্রহণে নারীদের যুক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৪১ এএম

সিদ্ধান্ত গ্রহণে নারীদের যুক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের যুক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘে ‘প্ল্যাটফর্ম অফ উইমেন লিডারর্সের’ উচ্চ পর্যায়ের বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশে ২০২১ সালের মধ্যে প্রতিটি সেক্টরে ৪০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে সবখাতে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

বৈঠকে তিন দফা প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত এই তিন দফা হলো-

  • লিঙ্গ সমতার বিষয়ক উপদেষ্টা বোর্ডের স্থানীয়করণ,
  • পর্যাপ্ত রাজনৈতিক ও আর্থিক উপায়ে নারী নেতৃত্বাধীন সুশীল সমাজ-সংস্থাকে লালন ও সমর্থন,
  • লিঙ্গ সমতার জন্য সাধারণ এজেন্ডাকে শক্তিশালী করতে নেতৃবৃন্দের একটি শীর্ষ সম্মেলন আহ্বান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App