×

জাতীয়

ছাদখোলা বাসে সাফজয়ীদের বিজয় মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩১ পিএম

ছাদখোলা বাসে সাফজয়ীদের বিজয় মিছিল

সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী মেয়ের আকাঙ্ক্ষার ছাদখোলা বাস। ছবি: ভোরের কাগজ

ছাদখোলা বাসে সাফজয়ীদের বিজয় মিছিল

ছাদখোলা বাসে শিরোপা হাতে সাফজয়ীদের উচ্ছ্বাস। ছবি: ভোরের কাগজ

ছাদখোলা বাসে সাফজয়ীদের বিজয় মিছিল

ছাদখোলা বাসে শিরোপা হাতে সাফজয়ীদের উচ্ছ্বাস। ছবি: ভোরের কাগজ

ছাদখোলা বাসে সাফজয়ীদের বিজয় মিছিল
ছাদখোলা বাসে সাফজয়ীদের বিজয় মিছিল

নানান জল্পনা-কল্পনার পর অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে ছাদখোলা বাসে উঠলেন বাংলাদেশ দলের নারী ফুটবলাররা। সানজিদার ফেসবুক স্টাটাসের পর ছাদখোলা বাসের দাবি ওঠে সব মহলে। ছাদখোলা বাস পরিণত হয় আবেগে। আবেগের সেই ছাদখোলা বাসে ট্রফি নিয়ে সত্যিই উঠে পড়লেন সাবিনারা।

এই আবেগময় স্বপ্ন পূরণ করেছে ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দরে অবতরণের পর সাফজয়ী নারী ফুটবল দলকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। উদযাপন করা হয় সাফ চ্যাম্পিয়নশিপে তাদের বিজয়। ছাদখোলা বাসে করে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে সাবিনাদের নেয়া হবে বাফুফে ভবনে। যাত্রা শুরু করেছে বাস।

https://www.youtube.com/watch?v=6GfOpqu9vr0

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাবিনাদের বহনকারী বিমান। এ সময় তাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা। এছাড়া, ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে গেলে সেখানে তাদের অভ্যর্থনা জানাবেন সভাপতি কাজী সালাউদ্দিন।

নারী ফুটবলারদের বাফুফে ভবনে নেয়া হলে সেখানে তাদের বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আবু নাইম সোহাগ বলেরন, বাফুফে ভবনে উপস্থিত থাকবেন সভাপতি (কাজী সালাউদ্দিন)। মেয়েরা আসার পর তাদেরকে ফুলের স্টিক দিয়ে বরণ করে নেবেন তিনি। এরপর ফটোসেশন হবে। এখানেও হতে পারে একটি সংবাদ সম্মেলন। এরপর অফিসিয়ালি আপাতত শেষ হবে অভ্যর্থনা। বাকি আরও বড় কোনো সংবর্ধনার আয়োজন করা হবে কিনা তা নির্ধারণ করবেন বাফুফে সভাপতি ও কার্যনির্বাহী কমিটি।

https://www.youtube.com/watch?v=xVxXXE-lgeY

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App