বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিনদিনের নৃত্য প্রতিযোগিতা। সপ্তম বারের এই আসরে ক,খ ও গ এই তিন গ্রুপে সারাদেশের প্রায় দুই হাজার প্রতিযোগি অংশ নিচ্ছে।
প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তিনদিনের এই প্রতিযোগিতা।
সৃজনশীল নৃত্য, কত্থক নৃত্য, ভরতনট্টম, মনিপুরি, লোকনৃত্য ও আধুনিক নৃত্যসহ ছয় বিভাগ থেকে শ্রেষ্ঠত্বের বিচারে সেরাদের বাছাই করা হবে। আর ২৫ সেপ্টেম্বর রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।