×

আন্তর্জাতিক

তিন লাখ রিজার্ভ সেনাকে ডাকলো রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১ পিএম

তিন লাখ রিজার্ভ সেনাকে ডাকলো রাশিয়া

রুশ সেনা। ফাইল ছবি

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে গতি বাড়াতে ও ‘মাতৃভূমিকে রক্ষায়’ তিন লাখ রিজার্ভ সৈন্য ডেকে পাঠানোর ঘোষণা দিল রাশিয়া।

দেশটির স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর প্রিরেকর্ডেড একটি ভিডিও ভাষণে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে, ‘মাতৃভূমিকে রক্ষার জন্য’ সৈন্য সমাবেশের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, মাতৃভূমি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আর জনগণের নিরাপত্তা রক্ষা করার তিনি সৈন্য সমাবেশের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, বুধবার থেকেই শুরু হয়ে যাবে সৈন্য সমাবেশ।

এ নির্দেশনার ফলে কোনো একসময় রুশ সেনাবাহিনীতে যারা কাজ করেছেন কিংবা প্রশিক্ষণ নিয়েছেন, ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কাজ করার জন্য তাদের ডেকে পাঠানো হবে। এ প্রসঙ্গে পুতিন বলেছেন, যারা সামরিক বাহিনীতে এর আগে কাজে কাজ করেছেন, সেই সংরক্ষিত বাহিনীর সৈনিকদের সেনাবাহিনীতে ডেকে পাঠানো হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App