×

সারাদেশ

১ লাখ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম

১ লাখ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

মঙ্গলবার বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের হাতে ১ লাখ পিস ইয়াবাসহ আটক ৩ রোহিঙ্গা। ছবি: ভোরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের ১ লাখ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। তারা হলো মো. আলী হোসেন (৩৪), মো. ইউনুস (৩৭) ও মো. হোসেন আহম্মেদ (২৫)।

বিজিবি জানায়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর জানতে পারে। এই খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা কক্সবাজার জেলার উখিয়ার ৪ নম্বর রাজাপালং ইউপি’র তুলাতলি বেতবুনিয়া এলাকায় গোপনে অবস্থান নেয়। মঙ্গলবার ভোর ৪ টার দিকে কয়েকজনকে ওই এলাকা দিয়ে আসতে দেখতে পায়। কাছাকাছি আসার পর বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় মাদক চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিজিবি সদস্য এসময় ৩ জনকে আটক করতে সমক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা রোহিঙ্গা। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তারা থাকে। মিয়ানমার থেকে রাতের অন্ধকারে ইয়াবা এনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।

আটককৃত রোহিঙ্গা যুবকদের ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App