×

জাতীয়

মানুষের টাকা মানুষের কাছে ফেরত দিতে চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২২ পিএম

মানুষের টাকা মানুষের কাছে ফেরত দিতে চাই

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচ্য়ুাল ফান্ড এন্ড ইনভেস্টরস ক্লেইম সেটেলমেন্ট প্রোগ্রামে বক্তব্য রাখছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত

আজ একটি ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেয়া উদ্যোগ আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। চার বছর পর বাজারে আসছে সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড। আমরা মানুষের টাকা মানুষের কাছে ফেরত দিতে চাই বলে মন্তব্য করেছেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজার ফান্ড (সিএমএস) গভর্ণিং বডির সদস্য ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচ্য়ুাল ফান্ড এন্ড ইনভেস্টরস ক্লেইম সেটেলমেন্ট প্রোগ্রামে এসব কথা বলেন তিনি। সিএমএসএফের চেয়ারম্যান ও সাবেক মূখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

অনুষ্ঠানের আহ্বায়ক শ্যামল দত্ত বলেন, মানুষের আমানত তার কাছে পৌছে দিতে হবে। আজ একটি ঐতিহাসিক দিন। আমি গণমাধ্যমের লোক। গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। আমরা মানুষের টাকা তাদের পৌছে দেবার কাজ করছি। ২৮ বছর পর শহীদ জননী জাহানারা ইমামের বিনিয়োগের টাকাটা ফেরত দিতে পারছি। মানুষের টাকা মানুষের ফেরত দেয়া। এটাই আমাদের কাজ। আমরা অনেকগুলো ক্লেইম সেটেলমেন্ট করেছি। আরো হাজার হাজার ক্লেইম সেটেলমেন্ট করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App