×

আন্তর্জাতিক

সাংবাদিক আবু আখলেহের হত্যাকাণ্ড ছিল ইচ্ছাকৃত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬ পিএম

সাংবাদিক আবু আখলেহের হত্যাকাণ্ড ছিল ইচ্ছাকৃত

সাংবাদিক আবু আখলেহ

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফরেনসিক আর্কিটেচার ও ফিলিস্তিন ভিত্তিক মানবাধিকার সংস্থা আল হক জানিয়েছে, আল জাজিরার সাংবাদিক আবু আখলেহের হত্যাকাণ্ড ছিল ইচ্ছাকৃত। এটি কোনো দুর্ঘটনা ছিল না।

কিছুদিন আগে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়, তাদের স্নাইপারের ছোঁড়া গুলিতে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন আবু আখলেহ। খবর আল জাজিরার।

আল জাজিরা ও ভয়েস অব ফিলিস্তিনে ২৫ বছর ধরে কাজ করেছেন আবু আখলেহ। গত ১১ মে ওয়েস্ট ব্যাংকের জেনিনে অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক স্নাইপার আখলেহর মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন আবু আখলেহকে লক্ষ্য করেই গুলিটি ছোঁড়া হয়েছে। এমনকি তাকে যারা বাঁচানোর চেষ্টা করেছে তাদের ছত্রভঙ্গ করে দিতে টানা দুই মিনিট আরও গুলি চালানো হয়েছে।

প্রতিষ্ঠানগুলো আরও জানিয়েছে, ইসরাইলি স্নাইপার প্রথম দফায় ছয়টি গুলি ছোঁড়ে। এরপর আট সেকেন্ড পর আরও সাতটি গুলি ছোঁড়ে সে। আর সেই সাতটি গুলির মধ্যে একটি আবু আখলেহরে মাথায় আঘাত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App