×

খেলা

১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রানিকে শ্রদ্ধা জানালেন বেকহাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৯ পিএম

১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রানিকে শ্রদ্ধা জানালেন বেকহাম

রানির শেষ বিদায়ের বেলা শ্রদ্ধা জানাতে আর দশটা সাধারণ মানুষের মতোই এসেছিলেন বেকহাম

রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে গিয়ে ১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো ডেভিড বেকহামকে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ওয়েস্টমিনস্টার হলে ছিল প্রয়াত রানির কফিন। রানির শেষ বিদায়ের বেলা শ্রদ্ধা জানাতে আর দশটা সাধারণ মানুষের মতোই এসেছিলেন বেকহাম, আমজনতার মতোই লাইনে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার।

ভিড় এড়ানোর আশায় শুক্রবার রাত ২টায় লাইনে দাড়ান বেকহাম। তবে গিয়ে দেখেন তার আগে থেকেই অনেক লোক লাইনে দাঁড়িয়ে। ১৩ ঘণ্টা অপেক্ষার পর রানিকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পান তিনি। খবর: ইন্ডিয়া টাইমস’র

বেকহাম বলেন, ভেবেছিলাম রাত দুইটার সময় ভিড় তুলনামূলক কম হবে। কিন্ত আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আরও অনেকেই হয়তো ভেবেছিল এ সময় ভিড় কম থাকবে। তাই তখন থেকেই লাইন দিয়েছে। সব বয়সের মানুষ রয়েছে এখানে। একটু আগেই ৮৪ বছরের এক মহিলাকে দেখলাম। প্রত্যেকে এই অভিজ্ঞতার সাক্ষী হতে চায়।

বেকহাম জানিয়েছেন, তিনি নিজেও ছোটবেলা থেকে রাজপরিবারের ভক্ত। সে কারণেই রানিকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ হাতছাড়া করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App