×

সারাদেশ

সুনামগঞ্জে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৪ পিএম

সুনামগঞ্জে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

ফাইল ছবি

জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় দুই সাধারণ সদস্য পদ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা।

তারা হলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী জেলার শাল্লা উপজেলার মো. আলী আমজাদ তালুকদার ও ৭নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী মধ্যনগর উপজেলার পরিতোষ সরকার।

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করে জানান, উভয় প্রার্থী হলফনামায় তাদের বিরুদ্ধে মামলা থাকার তথ্য গোপন করায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

রবিবার ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থী, ১১ সংরক্ষিত সদস্য প্রার্থী ও ৪২ সাধারণ সদস্যসহ মোট ৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App