×

সারাদেশ

তুমব্রু সীমান্ত পরিদর্শনে ডিসি-এসপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৪ পিএম

তুমব্রু সীমান্ত পরিদর্শনে ডিসি-এসপি

ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শনে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ছবি: সংগৃহীত

তুমব্রু সীমান্ত পরিদর্শনে ডিসি-এসপি

তুমব্রু সীমান্ত পরিদর্শনে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

তুমব্রু সীমান্ত পরিদর্শনে ডিসি-এসপি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত পরিদর্শনের গেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পৌঁছান তারা।

কুতুপালং উচ্চ বিদ্যালয়ে এ সময় এসএসসি পরীক্ষার প্রস্তুতি চলছিল। নিরাপত্তার কারণে এই স্কুলেই পরীক্ষা দিচ্ছে বান্দরবানের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীরা।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি সাংবাদিকদের বলেন, মিয়ানমারের অভ্যন্তরের ঘটনার পরিপ্রেক্ষিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। ফলে কেন্দ্রটি উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ কেন্দ্রে সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। একই সঙ্গে সীমান্তের কাছের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রস্তুতিও রয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতে তারা কাজ করে যাচ্ছেন। শুক্রবার এপারে মর্টার শেল এসে হতাহতের পর একটু উদ্বেগ থাকলেও পুলিশের পক্ষে প্রশাসনের নিদের্শনা মতে কাজ করার প্রস্তুতি রয়েছে।

গত শুক্রবার রাতে মিয়ানমার থেকে আসা গোলা সীমান্তের শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরিত হলে একজন নিহত ও পাঁচজন আহত হন। ওইদিন সকালেই ঘুমধুম সীমান্তের ওপারে মর্টার শেল বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা উড়ে যায়। এর আগে গত ২৮ অগাস্ট দুপুরে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে দুটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়ে। এরপর ৩ সেপ্টেম্বর মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টারে গোলা বাংলাদেশের সীমানার ভেতরে এসে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App