×

খেলা

কৃষ্ণাদের অর্জনে গর্বিত ক্রীড়াঙ্গন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩১ পিএম

কৃষ্ণাদের অর্জনে গর্বিত ক্রীড়াঙ্গন

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের উল্লাস

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার দেশকে নারী সাফের শিরোপা এনে দেয়ায় প্রশংসায় ভাসছেন কৃষ্ণারা। তাদের এ অর্জন ছুঁয়ে গেছে ক্রীড়াবিদদেরও।

সাফের শিরোপা জেতা মেয়েদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম আলম লিখেছেন, আলহামদুলিল্লাহ। সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার তোমাদের হৃদয় নিংড়ানো অভিনন্দন বোন। তোমাদের জন্য গর্বিত।

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তার নিজস্ব ফেসবুক পেজে লিখেছেন, চ্যাম্পিয়ন্স। বাংলাদেশ ফুটবল দল নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ইতিহাস গড়েছে।

জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের বোনদের অভিনন্দন। সত্যিই তোমাদের জন্য গর্ববোধ হচ্ছে।

২০১৬ সালে সাফের ফাইনালে খেলে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ নারী দল। দ্বিতীয়বারের চেষ্টায় হাতে উঠলো শিরোপা। দেশকে শিরোপা এনে দেয়ায় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম মেয়েদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়া সৌম্য সরকার, লিটন দাস বাংলাদেশ নারী দলের প্রতি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App