×

জাতীয়

করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ৬০০ পার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পাঁচ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১১ দশমিক ৬০। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ৭২। রোগী শনাক্ত হয়েছিল ৫২৭ জন। গত ২৪ ঘণ্টায় যে ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে, তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ১৮ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৩৪০ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App