জাতীয় লজিস্টিক নীতিমালা প্রণয়নের আহ্বান

আগের সংবাদ
ডেঙ্গু

আরও ৩৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে

পরের সংবাদ

করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ৬০০ পার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ৬:৩৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ৬:৩৬ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পাঁচ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১১ দশমিক ৬০। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ৭২। রোগী শনাক্ত হয়েছিল ৫২৭ জন। গত ২৪ ঘণ্টায় যে ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে, তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ১৮ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৩৪০ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়