×

তথ্যপ্রযুক্তি

মাত্র ৪৫ মিনিটেই সব শেষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:১১ এএম

মাত্র ৪৫ মিনিটেই সব শেষ

দুবাই মলে অ্যাপলের নতুন আইফোন কিনতে ভোর থেকেই ক্রেতাদের ভিড়। ছবি: ভোরের কাগজ

অ্যাপলের নতুন আইফোন কিনতে ভক্তদের পদচারণায় মুখর দুবাই মল। কেউ রাত থেকে লাইনে দাঁড়িয়ে, কেউ ঘুমিয়েছে গাড়িতেই। যারা প্রি-অর্ডার করে রেখেছিলেন তারা ভোর সাড়ে ৪টা থেকেই অপেক্ষা করছেন দুবাই মলের সামনে। প্রবেশ করতে না পেরে ঘুমিয়েছেন গাড়িতেই। ভোর ৬টার দিকেই লাইনে দাঁড়িয়ে যায় সবাই, ৭টার দিকে রীতিমতো ভিড়। খবর দ্য ন্যাশনালের।

মাত্র ৪৫ মিনিটের মধ্যেই স্টকে থাকা সব আইফোন বিক্রি হয়ে গিয়েছে। এমনটাই জানিয়েছে ইউএইভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল। অ্যাপলের নতুন ফোনটিতে স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত করা হয়েছে। বিশেষ করে আইফোন-১৪ প্রো ফোনটিতে যোগ করা হয়েছে এসিক্সটিন বায়োনিক চিপ। স্মার্টফোনের জন্য দ্রুততম চিপ। আইফোন ১৪ ও আইফোন প্রো উভয়ের স্ক্রিন থাকবে ৬ দশমিক ১ ইঞ্চি। অন্যদিকে আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের জন্য ডিসপ্লে থাকবে ৬ দশমিক ৭ ইঞ্চি। আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস মডেলের দাম শুরু হয়েছে ৭৯৯ ও ৮৯৯ ডলার থেকে। অন্যদিকে আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম শুরু হয়েছে ৯৯৯ ও ১ হাজার ৯৯ ডলার থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App