×

শিক্ষা

বশেমুরবিপ্রবি'র নতুন উপাচার্য ড. কাজী সাইফুদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:১২ পিএম

বশেমুরবিপ্রবি'র নতুন উপাচার্য ড. কাজী সাইফুদ্দিন

ফাইল ছবি

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব মোছা. রোখছানা বেগম সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্মকতা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্ত হবেন এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। আরও জানা যায়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. কাজী সাইফুদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। এরআগে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App