×

জাতীয়

চট্টগ্রাম জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তা থেকে বাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৫ পিএম

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের কারণে চট্টগ্রাম জেলা প্রশাসক মনিরুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

রবিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন জমা দেয়ার সময় জেলা প্রশাসকসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দলটির জেতার জন্য মোনাজাত করেন। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়। ফলে বিষয়টি ইসির নজরে আসে। এতে ওই রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতিত্বের প্রমাণ মেলে। যার ফলে তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় ইসি।

গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের মনোনয়নপত্র জমা নিয়ে তার বিজয় কামনা করে দলীয় নেতাদের সঙ্গে মোনাজাতে অংশ নেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ সময় তিনি প্রার্থীকে পাশে বসিয়ে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তৃতাও করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App