×

খেলা

ক্লোজ ডোর প্রীতি ম্যাচে মাঠে নামবে জামালরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৩০ পিএম

ক্লোজ ডোর প্রীতি ম্যাচে মাঠে নামবে জামালরা

কম্বোডিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে ক্লোজ ডোর প্রীতি ম্যাচের আগে রবিবার অনুশীলনে ঘাম ঝরান জামাল ভুঁইয়ারা

বাংলাদেশ ফুটবল দল কম্বোডিয়া-নেপালের বিপক্ষে আগামী ২২ ও ২৭ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে। সোমবার জামাল ভূঁইয়ারা কম্বোডিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে ক্লোজ ডোর প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবেন। তবে ওই খেলাটি ক্লোজ ডোর হওয়ায় ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের রেজাল্ট ও ভিডিও ফুটেজ পাবলিস্ট করা হবে না। এছাড়া কম্বোডিয়ার বিপক্ষে ক্লোজ ডোর প্রীতি ম্যাচের আগে নিজদের ঝালিয়ে নিয়েছেন জামাল-তারিকরা। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দুটি সেশনে বিভক্ত হয়ে টিম হোটেলে জিম ও সুইমিং সেশন সম্পন্ন করে লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর বিকাল ৪ থেকে সন্ধ্যা ৬টা (কম্বোডিয়ান সময়) পর্যন্ত আর্মি স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করেন জামাল-রানারা। অনুশীলন শুরু হওয়ার আগে হেমন্ত ভিমসেন্টের বাবার মৃত্যুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করার সময় মাঝারি ধরনের বৃষ্টি হয়। কম্বোডিয়ার আবহাওয়া বর্তমানে বাংলাদেশের মতোই। বেশ কয়েকদিন ধরে দেশটিতে বৃষ্টি হচ্ছে। ফলে সেখানকার মাঠ এখন ভেজা। ফলে বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠেই অনুশীলন করতে হয় বাংলাদেশ দলকে।

এদিকে কম্বোডিয়া-নেপালের বিপক্ষে ভালো খেলার জন্য মুখিয়ে আছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তার অধীনে জামাল-মতিনরা নিজেদের প্রস্তুত করেছেন। যাইহোক বাংলাদেশ ফুটবল দল র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পায় না। তাই বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে চায় জামালদের কোচ। কম্বোডিয়া-নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলবে। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। কম্বোডিয়া ১৭৪ ও নেপাল আছে ১৭৬তম স্থানে। নেপালের বিপক্ষে সবশেষ গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল জামাল-তারিকরা। কিন্তু শেষ পর্যন্ত রাউন্ড রবিন লিগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

কম্বোডিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচের সুখস্মৃতি মনে করতেই পারে বাংলাদেশ। ২০১৯ সালের মার্চে প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত খেলে ১-০ ব্যবধানে জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দেশে-বিদেশে যে কোনো ম্যাচে শুরুটা ভালো করলেও শেষ সময় হতাশ করেছে বাংলাদেশ। তারা যত বেশি ম্যাচ খেলবে ততই শিখবে এমটাই প্রত্যাশা বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের। তাছাড়া কম্বোডিয়া যাওয়ার পর ১৬ সেপ্টেম্বর জামাল-মতিনরা প্রথম অনুশীলন করেছেন। নিজদের র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে যথেষ্ট চেষ্টা করছেন তারা। আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

কম্বোডিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে ক্লোজ ডোর প্রীতি ম্যাচ থেকে নিজদের শক্তির বিষয়ে ধারণা পাবেন জামালরা। কারণ সবচেয়ে বেস্ট ফিটনেস হচ্ছে ম্যাচ ফিটনেস। ম্যাচ খেলতে পারলে ফিটনেসের উন্নতি হবে। অনুশীলনে ফুটবলার অনেক রানিং করতে পারে। কিন্তু আসল ফিটনেস বোঝা যায় ম্যাচ থেকে। এর আগে ১৫ সেপ্টেম্বর ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে জামালরা বাংলাদেশ সময় সকাল ৯টায় কম্বোডিয়ার রাজধানী নমপেন বিমানবন্দরে পা রাখেন। সেখানে নমপেন হোটেলে উঠেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। পরেরদিন বিকালে নমপেন আর্মি স্পোর্টস গ্রাউন্ডে লাল-সবুজের প্রতিনিধিরা অনুশীলন করেন। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ শেষে নেপালে উড়াল দেবেন জামাল-তারিকরা। সেখানে আরেকটি প্রীতি ম্যাচ খেলবেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। নেপালের বিপক্ষে ম্যাচ শেষে পরেরদিনই জামালরা ফিরবেন দেশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App