জাপানে শক্তিশালী টাইফুন

আগের সংবাদ

তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত

পরের সংবাদ

শারদ সংগ্রহে ট্রাইবাল ও ফ্লোরাল মোটিফ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ , ১২:০৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২২ , ১২:০৯ অপরাহ্ণ

পূজা উৎসব আরও বর্ণিল করার প্রয়াসে দেশি ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট নিয়ে এসেছে বৈচিত্র্যময় নতুন পোশাক। ব্র্যান্ডটি এ বছর পূজার জন্য মানডালা, ট্রাইবাল ও ফ্লোরাল মোটিফের অনুপ্রেরণায় এবং বিচিত্র রঙের বিন্যাসে চলমান ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করেছে শারদ কালেকশন। ক্ল্যাসিক আবহের সঙ্গে রেট্রো লুকের সমন্বয়ে নতুন মাত্রা যোগ হয়েছে পোশাকগুলোতে।

এ ছাড়া রাখা হয়েছে কিছু ঐতিহ্যবাহী প্যাটার্ন। আরাম, সময়, স্থান ও উৎসবের কথা মাথায় রেখে পোশাকের ডিজাইন করা হয়েছে। রয়েছে জমকালো কাজের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া ও কটি । এ ছাড়া থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক। ট্রেন্ডের সঙ্গে এখন আরামের বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ফেব্রিক হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে সুতি, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, সিল্ক, পেপার সিল্ক, অরগাঞ্জা ইত্যাদি। যা শরতের আবহাওয়ায় স্বাচ্ছন্দ্যের পাশাপাশি উৎসবকে আকর্ষণীয় করে তুলবে। পূজার সংগ্রহের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং কারচুপির কাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়