×

জাতীয়

যুদ্ধ নয়, প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৪২ পিএম

যুদ্ধ চাই না, প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ করবো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমদুম-তমব্রু সীমান্তে মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলি প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপ ও হতাহতের ঘটনায় মিয়ানমারকে কঠোর ভাষায় প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে নো ম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা শিবিরে মিয়ানমার থেকে আসা মর্টারশেলের বিস্ফোরণে একজন নিহত হন। আহত হন আরও তিন-চারজন। তখন বাংলাদেশের ভেতরের একটি বাড়ির উঠানেও গোলা এসে বিস্ফোরিত হয়। এর আগে দুপুরে ঘুমদুম-তুমব্রু সীমান্তবর্তী নো ম্যান্স ল্যান্ডে ‘মাইন’ বিস্ফোরণে এক বাংলাদেশি কিশোরের পা উড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App