×

চিত্র বিচিত্র

যুক্তরাষ্ট্রের পার্কে ৩৫ হাজার হীরার সন্ধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের পার্কে ৩৫ হাজার হীরার সন্ধান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরকানসাসের ডায়মন্ড স্টেট পার্ক থেকে এখন পর্যন্ত ৩৫ হাজার হীরার সন্ধান মিলেছে। এ পার্ক থেকে ৮০টির বেশি হীরা পেয়েছেন স্কট ক্রেইকস নামে এক ব্যক্তি। চলতি বছরই তিনি পেয়েছেন ৫০টি হীরা। তার হাত ধরে ওই পার্কে ৩৫ হাজারতম হীরার খোঁজ মিলল।

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেইকস বলেন, এ মাসের শুরুর দিকে হীরা সন্ধানের এলাকা থেকে ময়লা ছেঁকে নুড়িপাথর আলাদা করেন এবং কিছু পাথর বাড়িতে নিয়ে যান। সেখান থেকেই হীরাটি দেখতে পান তিনি। এরপর হীরাটি পার্কের ডায়মন্ড ডিসকভারি সেন্টারে নিয়ে যান আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করাতে। খবর: এনডিটিভির।

পার্কের কর্মকর্তারা জানান, হীরাটির ওজন ছিল চার পয়েন্ট। নিবন্ধনের সময় ক্রেইকস তার নাতি লিওর নামে হীরাটির নামকরণ করেন।

আরকানসাস স্টেট পার্কের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ক্রেটার অব ডায়মন্ড স্টেট পার্ক বিশ্বের একমাত্র জায়গা, যেখানে জনসাধারণ আসল আগ্নেয়গিরির উৎস থেকে প্রকৃত হীরা খুঁজতে পারেন।

এ পার্ক আগ্নেয়গিরি গর্তের ক্ষয়প্রাপ্ত পৃষ্ঠ। এখানে দর্শনার্থীরা বিভিন্ন ধরনের শিলা, খনিজ ও রত্নপাথর অনুসন্ধান করে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App